All publications of AYAN BANDOPADHYAY . कोलकाता , भारत
পরিযায়ী শ্রমিক
( অয়ন বন্ধোপাধ্যায় )
রাজ্যে কর্মসংস্থান গোল্লায় গেছে,
বন্ধ শিল্প ভাই,
রুজি আর সুযোগ, দুটোরই অভাবে,
,আমি পরিযায়ী শ্রমিক তাই।
বাইরে যাই টাকা কামাতে,
মা - বৌ এর মুখে অন্ন তুলতে।
করি পরিশ্রম দিবারাত্র,
ভেবে ঝুঁকির কথা স্বল্পমাত্র ।
ফিরে আসি ঘরে সেই পরবে,
ছেলের হাতে নতুন জামা তুলে দিতে ।
হন্যে হয়ে কাজ খুঁজে বেড়াই,
তাছাড়া আমার নেই তো উপায়।
খেয়ে কিছু অল্প ছাতু,
গড়ি কত অট্টালিকা, সেতু ,
উঁচুতে উঠে কত শত ফুট,
হাতে নিয়ে কত সব যন্ত্র।
কখনও বা যদি লাগে মরক,
বন্ধ হয় সব দপ্তর, সড়ক।
বন্ধ হয় আমার রুজি - রোজগার ও,
হয়ে যাই স্বর্বশান্ত ।
সেই সময়ে যদি ঘরে ফিরবো বলি,
কিংবা সহায়তার আর্জি করি
তখন নিয়মের জালে ফেলে,
শুধুই চলে আফসোস আর তরজা ।
এর পর কিছু করুনা করে, প্রচার করে,
সিংহাসনে চড় তোমারই।
যুগ যুগ ধরে এই যাঁতাকলে,
পিষে যাচ্ছি শুধু আমরাই ।
+10
+10
11